মহান মে দিবস উদযাপন উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: শ্রমিক -মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে এ প্রতিপাদ্য কে সামনে রেখে আসন্ন ১লা মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যান কেন্দ্রের আয়োজনে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, শ্রম কল্যান কেন্দ্রের শ্রম কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ( ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান আদম, সাধারন সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, শিমলা বাজার বাসষ্ট্যান্ড বাস মালিক সমিতির আহবায়ক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সরিষাবাড়ী আরামনগর বাজার শাখার সভাপতি মনছুর আলী সহ উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।