ডোমারে সাহা বাড়িতে এবারো পূজার জমকালো আয়োজন
,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এ পূজা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার পৌরসভা এলাকার চাকধাপাড়ায় গত বছরেই ন্যয় এবারও দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে।
মঙ্গবার(৮ অক্টোবর) সকালে ডোমারের আলোচিত রংলাল সাহার বাড়িতে গিয়ে দেখা যায়, দেবী দূর্গা আসার অপেক্ষার পোহর গুনছেন তারা । বাড়ির সামনের মন্দিরেও চলতে প্রতিমা তৈরীর কাজ। আশপাশের সব কিছুতেই বইছে খুশির আমেজ।
রংলাল সাহার বাড়ির দুর্গা মন্দিরে সর্বপ্রথম ২০২৩ সালে ছোট পরিষরে শুরু হয় দুর্গাপূজা এরপর থেকেই সকল পূজা ধুমধামে জমকালো আয়োজন হয়ে আসছে। তারই ধারাবাহিতায় এবারও হতে যাচ্ছে জমকালো আয়েজনে দুর্গাপূজা।
রংলাল সাহার ছেলে দ্বীব সাহা বলেন,শারদীয় দূর্গাপুজা মন্ডব রংলাল সাহার বাড়িতে হাওয়া এই পুজা গত বছরে থেকে এবার একটু অন্যরকম আয়েজনে আমরা সবাই মিলে দেবীদুর্গা মা কে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছি।