ঢাকার আশুলিয়ার জামগড়া আবাসিক ভবন থেকে র্যাব-৪ এর অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসের মাসুদ গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার ছয়তলা আবাসিক ভবন থেকে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মাসুদকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযানের সময় মসুদ এর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেছে যে, সে ছিনতাই ও ডাকাতির কাজে এই অস্ত্রগুলো ব্যবহার করত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই ঘটনা আশুলিয়ায় অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসী কার্যক্রমের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে, সম্প্রতি দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ২১দিনে ২১৬টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
এই ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ অস্ত্রের প্রবাহ কমানো এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে, স্থানীয় জনগণের সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা অপরিহার্য। আশুলিয়ার মতো এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন সচেতন মহল।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত