কালীগঞ্জে সেন্টাল হাসপাতাল সহ মোবাইল কোর্টের দুটি অভিযানে ২লাখ ১৫ হাজার জরিমানা
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সোমবার (২৮ এপ্রিল ) কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘন এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লংঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা এবং ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করে। উল্লেখ করা যেতে পারে যে ইতিপূর্বে কয়েকবার কালীগঞ্জ সেন্টাল হাসপাতালে জরিমানা আদায় করা হয়েছে এবং সিলগালা করা হয়েছিল, কাগজ না থাকার কারণে।
অর্থদন্ড আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এসময় অভিযানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: রেজওয়ানা, কালীগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।