নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে
— সিলেটে মুফতি আলী হাসান উসামা
আখলাক হুসাইন, সিলেট থেকে:
নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে তাদের প্রদত্ত সুপারিশ বাতিল করতে হবে। তাদের দেয়া সুপারিশ এদেশের সংখ্যাগরিষ্ট মানুষের চিরাচরিত ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যার কারণে তাদের প্রদত্ত সুপারিশ এদেশে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ এদেশের জনগণ মানে না।
মঙ্গলবার (২২এপ্রিল) বিকেলে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন ও ভারতের সংসদে ওয়াকফ বিল পাশের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা এসব কথা বলেন। নগরীর বন্দরবাজার থেকে কয়েক হাজার মানুষের বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা বিজয় চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মুফতী আলী হাসান উসামা বলেন, আমরা মনে করি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বিরতিই যথেষ্ট নয় বরং যতদিন মধ্যপ্রাচ্যের ক্যান্সার অবৈধ দখলদার ইসরাইলের অস্তিত্ব নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব না হবে, ততদিন এ যুদ্ধ থামবে না। তাই গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে সম্মিলিত বাহিনী গঠন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে।
তিনি ভারতের সংসদে ওয়াকফ বিল পাশের নিন্দা জানিয়ে বলেন,’হিন্দুত্ববাদী মোদী সরকার মুসলমানদের ধর্মীয় স্থাপনা মসজিদ, মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দখলের পথ প্রশস্ত করছে। ওয়াকফ বিল প্রত্যাহার না করলে মোদী সরকারের জন্য এটা বুমেরাং হবে।’
জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি,শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, কে এম আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, শামসুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, মহানগর সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আহমদ সাইফুর রহমান, জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, ওলামা সম্পাদক মাওলানা ওলিউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহঅফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ সহসাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, জেলা বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, যুব বিষয়ক আহমদ মাহফুজ আদনান, প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ আলী নুর, ছাত্র মজলিস সিলেট মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মিজানুর রহমান,সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ প্রমুখ।