নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো স্টেশনের উদ্বোধন ও সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা,পশ্চিমবঙ্গ:
আজ ২১শে এপ্রিল সোমবার, নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রেল চলাচলের সূচনা ও মাইকেল নগর হয়ে বারাসাত পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে এক উচ্চস্তরিয় মিটিং আয়োজিত হল।
এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয় হীন্দ মেট্রো স্টেশনে উপস্থিত ছিলেন, ডেপুটি চিপ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ে সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য।
পরিদর্শনের পরে শ্রমিক ভট্টাচার্য নির্মীয়মান মেট্রো স্টেশনটি সরেজমিনে ঘুরে দেখেন।, তিনি আশা প্রকাশ করেন মে মাসের মধ্যেই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে,
তিনি বলেন জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকার কারণে, বারাসাত পর্যন্ত ম্যাচুয়াল সম্প্রসারণ এর কাজ এখনো শুরু করা যায়নি, কিন্তু খুব দ্রুতই এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত মেট্রো চলাচল করবে , এই সম্প্রসারিত অংশটি পুরোটাই মাটির তলা দিয়ে যাবে বলে জানান,