দক্ষিণ কলকাতা জেলা এ বি ভি পি ডাকে, আলিপুর জেলাশাসকের দপ্তর অভিযান।
রিপোর্টার ,সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা,পশ্চিমবঙ্গ:
আজ ২১শে এপ্রিল সোমবার, ঠিক দুপুর একটায়, দক্ষিণ কলকাতা জেলা এ বি ভি পি ডাকে এবং দেবাঞ্জনের উদ্যোগে আলিপুর জেলাশাসকের দপ্তর অভিযান করলেন।
বিভিন্ন দাবী নিয়ে এই অভিযানে সকলে সামিল হন,শিক্ষকদের চাকরী খাওয়া, হিন্দু বিরোধী নীতি, মুসলিম তোষণের প্রতিবাদে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এর দাবীতে তারা এই অভিযান করেন।
ঠিক দুপুর একটায়, এ বি ভি পির সদস্যরা, জাতীয় গ্রন্থাগারের গেটের ভেতরে জমায়েত হন, এবং গেটের বাইরে ভেতরে প্রচুর পুলিশ অফিসারেরা মোতায়েন থাকে।
তাহারা যখন স্লোগান দিতে দিতে, এবং প্রতিবাদ করতে করতে গেটের বাইরে আসেন, পুলিশ অফিসারেরা তাহাদেরকে আটকে দেন।
প্রথমে পুলিশ অফিসারেরা তাহাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আলিপুর এরিয়া ১৪৪ ধারা জারি করা আছে, মিছিল করে যাওয়া যাবে না, কিন্তু এ বি ভি পি এর সদস্যরা বলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা মিছিল নিয়ে আলিপুরের দিকে এগোবো, এবং আপনারা কেন এখানে আমাদের আটকাচ্ছেন, তখন ডিউটি রত অফিসাররা জানান যদি আমাদের কথা না শুনেন তাহলে আমরা আপনাদেরকে গ্রেফতার করতে বাধ্য হবো, এ বি ভি পি সদস্যরা জানতে চান কী কারনে গ্রেফতার করা হবে, অফিসারেরা জানেন আমাদের কাছে অর্ডার আছে মিছিল নিয়ে যাওয়া যাবেনা, অফিসারেরা বলেন আপনারা যদি না শোনেন তাহলে বাধ্য হবো এই মুহূর্তে গ্রেপ্তার করতে। আন্দোলন কারীরা বলেন আপনারা করে দেখুন, এবং অফিসারদের উদ্দেশ্যে দু একটি কটু কথা তুলে ধরেন, এবং দিদির চটিচাঠা বলেও স্লোগান তুলেন।
সাথে সাথে অফিসারেরা এ বি ভি পি সদস্যদের জোর করে গ্রেফতার করতে গেলে সদস্যরা শুয়ে পড়েন, তাদেরকে টেনে হিজড়ে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলা হয়, এমনকি তাদের হাতে থাকা ব্যানার পোস্টার এবং ফ্লাগ কারিয়ে নেন, প্রায় 15 থেকে 16 জনকে গ্রেপ্তার করে লালবাজারে উদ্দেশ্যে নিয়ে যান ,তাদের মধ্যে একজন ছিলেন মহিলা সদস্যও ছিলেন তাহা কউ টেনে হিজরে গাড়িতে তোলেন, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ছবি হাতে বলেন দেখুন , অফিসারেরা কেমন মন্ত্রীর চটি চাঠা, এটা বেশিদিন হতে দেব না। আমরা শান্তিপূর্ণভাবে ডিএম অফিস অভিযান করতে চাইছিলাম কিন্তু প্রশাসনের লোক আমাদেরকে জোরপূর্বক গ্রেফতার করলেন। আমরা ডিএম এর কাছে এই ডেপুটেশন দিতে যাওয়া ঠিক করেছিলাম।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত