সরিষাবাড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী , লাঠি বারি খেলা, পাতিল ভাঙ্গা, কলা গাছে ওঠা, পানির উপর বালিশ খেলা , চোখ বেঁধে হাঁস ধরা, মোরগ যুদ্ধ খেলা এসব গ্রাম্য মেলায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ এপ্রিল)বিকেলে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের রেলি ব্রিজ এলাকায় বড়বাড়িয়া ছাত্র সংসদের উদ্যোগে এ গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গ্রাম্য মেলায় সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবলু মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও ও পুরস্কার বিতরণ করেন। এ সময় কামরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শহীদ , দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, গ্রাম্য মেলার আয়োজক কমিটির সভাপতি আরাফ , সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ,সাধারণ সম্পাদক আনন্দ, সাংগঠনিক সম্পাদক হৃদয় প্রমুখ সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা ছিলেন মোশাররফ হোসেন।এ খেলা দেখতে হাজারো বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভীড় জমে উঠে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত