কালিয়ায় নবগঙ্গা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বড় কালিয়া, বাহিরডাঙ্গা,শুক্তগ্রাম পয়েন্টে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২০ এপ্রিল বিকেলে কালিয়া পৌর এলাকার বড় কালিয়া গ্রামের নবগঙ্গা নদীর বৃহাচলা মোহনায় এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শুক্তগ্রাম, বড় কালিয়া, বৃহাচলা ও বাহিরডাঙ্গা গ্রামের কয়েক শত নারী পুরুষ ও শিশুরা
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, , কালিয়া পৌরসভার সাবেক কমিশনার অসিত কুমার ঘোষ, অশোক কুমার ঘোষ, শঙ্খ ঘোষ, সাংবাদিক পুলক কুমার ঘোষ গুলা ঘোষ রাজু খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি আহবান করে জানান, এই অঞ্চলের প্রতিটি পরিবার কৃষির উপনির্ভরশীল।
কয়েক বছর পূর্বে নবগঙ্গা নদীর ভাঙ্গনে এলাকার অধিকাংশ কৃষি জমি ভেঙে নদী গর্ভে চলে গিয়েছিল।পরবর্তীতে আবারও নবঙ্গা নদীতে চর পড়ে তাদের কাঙ্খিত কৃষি জমি ফেরত পায় এবং নুতন উদ্যমে কৃষি কাজ শুরু করে কিন্তু কতিপয় বালুখেকোরা ইজারার নামে বালু উত্তোলন করার ফলে আবারও এ সকল কৃষি জমি নদী গর্ভে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে।
যাতে করে আবারো এই এলাকায় বালু উত্তোলন করা না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
কালিয়া পৌর বি এন পির সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল এলাকার সাধারণ মানুষের এই মানব বন্ধন কে সমর্থন জানিয়ে অতি দ্রুত প্রশাসন কে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পৌর বি এন পি র সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা বলেন ১ কোটি টাকায় ইজারা দেওয়ার বিপরীতে ৫ কোটি টাকার ভেড়ি বাঁধ ভাইঙ্গা নদী গর্ভে বিলীন হয় ফলে ৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় সরকারের।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত