গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা
বিশেষ প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেল ৪টার দিকে ৪৫ নং ওয়ার্ড এর পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় দুইটি শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
হত্যার ঘটনায় নিহত শিশুরা হল আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা বর্তমানে পূর্ব আরিচপুর এলাকায় জনৈক সানোয়ারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানায়, শুক্রবার বিকেলে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পায় স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত