পাঁচবিবিতে পহেলা বৈশাখ উদযাপন
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সকাল ৯ টায় পাঁচবিবি স্টেডিয়া থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম, উপজেলা বিএনপি সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল, জামায়াত নেতা ডাঃ আবু সুফিয়ান মুক্তার, আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ রিপন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পিআইও আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা আপেল, রকি, যুবদল নেতা আনিছ, নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান, রাব্বি ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক সহ অনেকে।