শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার ২০২৫ ইং সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আরামনগর বাজার মেইন রোড় শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখা চত্বরে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় জানান শিক্ষক ও অধ্যায়নরত শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন, শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু, দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিনহাজুল ইসলাম, শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার পরিচালক সাবিনা ইয়াসমীন কবিতা, প্রধান শিক্ষক যোবায়ের হোসেন রাজু,শিক্ষক রাসেল নায়ক, শামছুল আলম, অভিভাবক মিজানুর রহমান মিলন প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন, শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী, অভিবাভবক সহ শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক সহ বিভিন্ন পেশাজিবী, ব্যাক্তিবর্গ ।
উক্ত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার ১০ শ্রেনীর শিক্ষার্থী মাহি আক্তার মিমি ও সাদিয়া আক্তার পরিচালনা করেন। বিদায়ী শিক্ষাথীদের উদ্দেশ্য ক্যাডেট একাডেমী সরিষাবাড়ী শাখার প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন রচিত মানপত্রটি পাঠ করেন প্রতিষ্ঠানটির ৯ম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত জাহান রুমি।