সরিষাবাড়ীতে বৃদ্ধ পিতার হাত-পা ভেঙ্গে দিল বিএনপি নেতা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ পিতা সুরুজ মিয়া (৭০)-কে লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে তারই বড় ছেলে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার (৩ রা এপ্রিল) উপজেলার আওনা ইউনিয়নের স্থল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পিতার হাত-পা ভাঙ্গনকারী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আওনা ইউনিয়ন শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ব্রাকের কর্মরত অবসর কর্মচারী মোয়াজ্জেম হোসেন । এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার স্থল পূর্বপাড়া গ্রামের দরিদ্র সুরুজ মিয়া তার সন্তানগনের নিকট ভরণপোষণ না পেয়ে ভিক্ষা বৃত্তি করে স্ত্রী নিয়ে জীবনযাপন করে আসছিল। একটি গাছের ডাল কাটা কে কেন্দ্র করে পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ সুরুজ মিয়ার বড় ছেলে মোয়াজ্জেম হোসেন উত্তেজিত হয়ে বৃহস্পতিবার (৩রা এপ্রিল ) বিকেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে হাত-পা ভেঙ্গে দেয় সুরুজ মিয়া’র। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুরুজ মিয়ার ছোট ছেলে জিটুল তার বড় ভাই মোয়াজ্জেম হোসেন কেও মারধর করে। বৃদ্ধ সুরুজ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার নিজ বাড়ীতে অবস্থান করছে।
জানতে চাইলে আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম জানান, বৃদ্ধ সুরুজ মিয়াকে তার ছেলে মোয়াজ্জেম হোসেন অন্যায়ভাবে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে এটা ঠিক করেনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।