কারিতাস বাংলাদেশ এর আয়োজনে মুজিবনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।
বিশেষ প্রতিনিধি:
মুজিবনগররে কারিতাস বাংলাদেশ এর আয়োজনে ও সহযোগিতায় ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচারস্ প্রোগ্রাম মুজিবনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।“শিক্ষার জন্য নতুন সামাজিক চুক্তি নির্ধারণে শিক্ষকদের মতামতের মূল্যায়ন “ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১:০০ মুজিবনগর ভবরপাড়া সেন্ট জেভিয়ার নিন্ম মাধ্যমিক হাই স্কুলে সভাপতি, প্রধান অতিথি ও শিক্ষক / শিক্ষিকা গেটের ফিতা কেটে ও ছাত্র , ছাত্রীর নিত্য করে ব্যাচ পরিয়ে অভ্যাথনা জানিয়ে হলরুমে সকলে প্রবেশ করে । শিক্ষার্থীরা সুন্দর উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক বৃন্দদের কে আসনগ্রহণ ও গানের মাধ্যমে সকল শিক্ষক বৃন্দকে ফুল ও উপহার প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সকল শিক্ষক ও অতিথি বৃন্দ গানের মাধ্যমে মোম বাতি প্রজ্বলন করে। শিক্ষক দিবসে সভাপতিত্ব করেন ড: ফাদার তাপস হালদার, পালক পুরোহিত ভবরপাড়া ধর্মপল্লী সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটি সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল। প্রধান অতিথি: জনাব, মামুন উদ্দীন আল আজাদ, (ভারপ্রাপ্ত ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি: ফাদার আলবিনো সরকার, সহকারি পালক পুরোহিত, ভবরপাড়া ধর্মপল্লী। সিস্টার মালতি মালো, এসসি, প্রধান শিক্ষক সেন্ট জেভিয়ার জুনিয়ার হাইস্কুল, ভবরপাড়া,আব্দুল হাই, প্রাক্তন প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি সদস্য , মি: পিটার উৎপল গমেজ, শিক্ষা কর্মকর্তা, কারিতাস,খুলনা অঞ্চল । আরো উপস্থি ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোবারক হোসেন, আনন্দবাস এম এম একাডেমির প্রধান শিক্ষক মাহাবুবুল হাসান, জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফসি, মুজিবনগর,জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজিজুল হক সহ অত্র উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত