সাবেক মহিলা এম পি(সংরক্ষিত আসন) শিউলি আজাদ আট দিনের রিমান্ডে
ব্রাহ্মণ বাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক (সংরক্ষিত) ৩১২,এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলা,গত ২০২১ সালের ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে হেফাজতের শান্তি পূর্ণ কর্মসূচিতে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলের নোয়াগাও ইউনিয়নের কাটানিসার গ্রামের লিটন মিয়া নিহত হন। এ ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাবেক তিন এমপি মজিবুল বশর মাইজ ভান্ডারী, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে (শিউলী) আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মাওলানা সুলতান উদ্দিন বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।তিনি এ মামলার ৪ নং আসামি।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত