কালুখালীতে সাপের কামড়ে সুবর্ণা বেগম ( ১৯) নামে এক তরুণীর মৃত্যু।
বিশেষ প্রতিনিধি,
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সুবর্ণা বেগম (১৯) নামে এক তরুণী সাপের কামড়ে মারা গেছেন। রোববার (৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা উপজেলার বোয়ালিয়া গ্রামের সেলিম বিশ্বাসের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
তিনি বলেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে বিছানায় শঙ্খিনী জাতের কালাচ বা কালনাগ নামের সাপ কামড় দেয় সুবর্ণাকে। এরপর তার অবস্থা বেগতিক দেখে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম না দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করে সুবর্ণার অবস্থা ক্রমেই অবনতি হয়ে গেলে রোববার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।