লোহাগাড়া থানার অন্তর্গত
কলাউজান ইউনিয়ন আদারচর গ্রামের শেখ আহমদ নামে এক ব্যক্তি কে আওয়ামী লীগের নেতার নির্যাতনের,অভিযোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদন, লোহাগাড়া।
লোহাগাড়া থানার অন্তর্গত কলাউজান ইউনিয়ন আদারচর গ্রামের লতিয়ার পাড়ার শেখ আহমদ নামে এক ব্যক্তিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় লোহাগাডা উপজেলা আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান দুলু নামে এক ব্যক্তি শেখ আহমদকে তার বাসায় ডেকে এনে মুজিবুর রহমান দুলুর নেতৃত্বে তার বাহিনীকে দিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় পরে সেই ব্যক্তি কে মারধোর করার পর তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় পরে ওই ব্যক্তি সাথে সাথে লোহাগাড়া থানার মামলা করতে গেলে তার কোন অভিযোগ নেওয়া হবে না বলে তাকে আশ্বস্ত করে পরে এই বিষয় এলাকায় জানাজানি হলে ভুক্তভোগী শেখ আহমদকে হত্যার হুমকি দেয় তার বাহিনী মোঃ সেলিম মোহাম্মদ গোলাম রসুল মোহাম্মদ নাজিম মোহাম্মদ শওকত ভুক্তভোগী। শেখ আহমদ এর অভিযোগ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান দুলুর বাহিনী তাকে বাসায় ডেকে,নির্মমভাবে, মাতুল এবং হাতুড় দিয়ে তার পায়ে জখম করে এই ভুক্তভোগী শেখ আহমদ একজন দিন মজুর ও কৃষক বলে আমরা জানতে পারি ভুক্তভোগী শেখ আহমদ এর অভিযোগ তার কোন দোষ না থাকায় তাকে আওয়ামী লীগ নেতার বাসায় ডেকে নিয়ে তাকে অবৈধভাবে মারধর করতে থাকে তাকে মারধরের এক পর্যায়ে তাকে বলতে থাকে তোর সাথে কে কে আছে বল তাকে, একপর্যায়ে জোরপূর্বক ভাবে তার কাছ থেকে স্বীকারোক্তি নে পরে
অত্র এলাকার ইসমাইল শিকদার নামে এক ব্যক্তিকে তার সাথে জড়িত করে ভুক্তভোগী শেখ আহমদ এই বিষয় নিয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে আমি এই বিষয় নিয়ে সুন্দর এবং শান্তি- শৃঙ্খলা মাধ্যমে বিচার চাই এবং ওই আওয়ামী লীগ নেতাকে অতি শীঘ্রই তার বাহিনীর সহ আইন অনুখ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ রইল।