কবিতা
সুশিক্ষা
মোঃ হাফিজুল ইসলাম
জন্ম তোমার যেই ঘরেই হোক
কর্মে মানুষ হও,
শিক্ষা করো সুশিক্ষা তাই
নীতি শিখে লও।
ভাষা শিক্ষা ডিগ্রি সনদ
আসল শিক্ষা নয়,
নৈতিকতায় মানবতায়
আসল শিক্ষা রয়।
তোমার যদি মনুষত্ব
জাগ্রত না হয়।
কেমন শিক্ষা পেলে তুমি
তুমিই জাতির ভয়।
তোমার দ্বারা ক্ষতি হলে
মানবজাতির আজ,
তুমি হবে মূর্খ অধম
এই ধরনীর মাঝ।
সুশিক্ষা হোক জনে জনে
সসতা হোক পণ,
আলো ছড়াক এই ভুবনে
উদার হোক তার মন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত