ধুনট প্রেসক্লাবে শাহিন আলমের সাংবাদিক সম্মেলন :
বিশেষ প্রতিনিধি:
বগুড়া ধুনট পুরাতন প্রেসক্লাবে শাহিন আলমের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি উক্ত প্রেসক্লাবে স্ব শরীরে উপস্থিত থাকিয়া লিখিত অভিযোগে জানান যে,বিবাদী মো:আব্দুল্লাহ আল মুতি (৪৫),পিতা -মৃত মজির উদ্দিন মন্ডল গং গত ২৩/০৫/২০২৪ইং তারিখে আমার পূর্ব পুরুষ কর্তৃক ১০১(এক শত এক) বছর যাবত ১৯২৩ সাল থেকে ছলে মূলে নিষ্পত্তি যাহার স্বত্ব মামলা নং২০৭( দুই শত সাত) ১৯২৩ ইং সালে পাবনা কোর্ট থেকে দাতা ১। মো: আমির মন্ডল ২।মো: আজাউল্যা মন্ডল ৩। মো: চেনা মন্ডল ৪। মো: ইসমত মন্ডল ৫। মো:আছমত মন্ডল ও ৬।চাঁদ বেওয়া কর্তৃক ছলে দলিল মূলে প্রাপ্ত হয়ে ভোগ দখল করা অবস্থায় গ্রহীতা শ্রী গেন্দী বেওয়া ও কন্যা বছিরন নেছা ০৭/০১/১৯৪২ ইং তারিখে রেজিস্ট্রি কোবালা ১০২ নং দলিল মূলে নছির উদ্দিন বরাবর. ৭৪ শতক জমি হস্তান্তর করেন। পরবর্তীতে এস. এ জরিপ আমলে ২০৭/১৯২৩ নং মোকরদ্দমা রায় ও ডিক্রি মূলে গেন্দী বেওয়া, বছিরন নেছা, নছির উদ্দিন ও নিপুছা আকন্দ এ-র নামে ৩.১২ একর সম্পত্তি বাবদ ৪৬ নং এম. আর. আর খতিয়ান প্রস্তুুত হয়। পরবর্তীতে গেন্দী বেওয়া মৃত্যুর পর কন্যা বছিরন নেছা ত্যাক্ত সম্পত্তি প্রাপ্ত হইয়া গত ২৬/০৩/১৯৬৮ইং তারিখে দলিল নং ১৯০৯ এবং ২৮/০৬/১৯৬৮ইং তারিখে ১৯১০ নং দলিল মূলে প্রাপ্ত হইয়া ২.০৯ একর সম্পত্তি ভোগ দখল করা অবস্থায় বছিরন নেছা মৃত্যু বরণ করলে পুএ নছির উদ্দিন ও স্বামী নিপুছা আকন্দ ওয়ারিশ হিসেবে বিদ্যমান থাকেন। নিপুছা আকন্দ গত ১০/০১/১৯৮৭ ইং তারিখে ৪৩১নং বিক্রয় দলিল মূলে বাদী মৌরস আব্দুল আজিজ ও আব্দুল লতিফ আকন্দ বরাবর. ৮৫ একর সম্পত্তি হস্তান্তর করিয়া স্বত্ব দখল পরিত্যাগ করেন। এমতাবস্থায়, মো: আব্দুল আজিজ ও আব্দুল লতিফ ক্রয় সূত্রে সর্ব সাকুল্যে ৩.৬৮ একর সম্পত্তি মালিক হইয়া তাদের নামে বর্তমান আর এস জরিপ আমলে ২.৮৯ একর সম্পত্তি বাবদ ৯০ নং আর এস খতিয়ান প্রাপ্ত হইয়া চুড়ান্ত ভাবে প্রকাশিত হয়। অবশিষ্ট সম্পত্তি শুকুর আলী প্রাং এবং ময়েন সাকিদারের নিকট বিক্রয় করেন। গত ২৩/০৫/২০২৪ ইং তারিখে বিকাল অনু মানিক ৫.০০ ঘটিকার সময় আমার বাপ দাদার ভোগ দখল এবং দলিল কৃত সম্পত্তির উপর বিবাদী মো: আব্দুল্লাহ আল মুতি (৪৫),পিতা -মৃত মজির উদ্দিন মন্ডল গং তার শরীক দল বল নিয়ে দেশীয় অস্ত্র শস্র ও লাঠি শোনা নিয়ে আমার বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে বাড়ি ঘড় ভাংচুর করে রাস্তার বিভিন্ন পাশে ফালিয়ে রাখে। জোবর দখল করে তারা আমার বসত ভিঠার উপর ঘর ওঠায়।এতে আমার প্রায় ১২,৬১০০০/=(বারো লাখ একষট্টি হাজার) টাকা ক্ষতি সাধিত হয়।এ লক্ষে,আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।